মোহালিতে পাঞ্জাবের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বিরাট কোহলি ও পেপ ডু প্লেসিস। তাদের ব্যাটে নির্ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ১৭৪ রান টপকাতে পাঞ্জাবে সামনে বল হাতে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় ফাস্ট বোলারের আইপিএল সেরা বোলিংয়ে ২৪ রানে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সরা। ৪ ওভারে ২১ রান দিয়ে সিরাজ নিয়েছেন ৪ উইকেট। এর আগে তার সেরা বেলিং ফিগার ছিল ৩২ রানে ৪ উইকেট।
টসে হেরে আগে ব্যাটে নেমে দুই ওপেনার কোহলি ও ডু প্লেসিসের অর্ধশতকের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে বেঙ্গালোর। জবাবে ব্যাটে নেমে ১৫০ রানেই থামে পাঞ্জাবের ইনিংস। এ নিয়ে ৬ ম্যাচে ৩ জয়ে টেবিলের পাঁচে আসলো কোহলির দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে ছয়ে পাঞ্জাব।