বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলারের বাজেট সহায়তার অনুমোদন হতে পারে আগামী সপ্তাহে

প্রথম আলো প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ১৭:০৫

বাংলাদেশের জন্য বাজেট সহায়তা হিসাবে ৫০ কোটি ডলারের একটি ঋণ প্রস্তাব ২৭ এপ্রিল বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদনের জন্য উঠছে। ফলে আগামী সপ্তাহে এ–সংক্রান্ত সুখবর পেতে পারে বাংলাদেশ।


বাজেট সহায়তার এই অর্থ আসতে পারে বিশ্বব্যাংকের গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্ট ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসের মধ্যে বাজেট সহায়তার অর্থ বাংলাদেশ হাতে পাবে। এ ক্ষেত্রে এক কিস্তিতেই পুরো অর্থ আসবে। অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।


জানা গেছে, ২৭ এপ্রিল বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদন হলে বাজেট সাপোর্ট নিয়ে সরকারের সঙ্গে ঋণচুক্তি করবে বিশ্বব্যাংক। আগামী ১ মে বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দপ্তরে এক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাজেট সহায়তার ঋণচুক্তি হওয়ার সম্ভাবনা আছে বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us