পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক, নিটওয়্যার ও অন্যান্য খাতের আরও ২ হাজার ১০০টি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত মোট ৩ হাজার ৬৬৬টি কলকারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
শিল্পাঞ্চল পুলিশের দেওয়া তথ্যমতে, দেশের মোট ৯ হাজার ৬১৬টি কারখানায় শ্রমিক রয়েছে। এর মধ্যে আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা পর্যন্ত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাসহ মোট ৩ হাজার ৬৬৬টি কারখানায় শ্রমিকদের ঈদের ছুটি দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) ও বুধবার (১৯ এপ্রিল) এই দুই দিনে মোট ১ হাজার ৫৬৬টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে।