নারীর টানে প্রিয়জনদের সাথে পবিত্র ঈদুল ফিতরের ঈদ করতে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ স্বস্তিতেই পার হচ্ছেন সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়ক। সড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও ধীরগতি বা যানজট নেই। তবে বৃহস্পতিবার সকাল থেকে আরও বেড়েছে যানবাহনের চাপ।
উত্তরবঙ্গের যাত্রীরা জানান, অন্যান্য বছরের তুলনায় ঈদযাত্রায় সিরাজগঞ্জের যানজট পোহাতে হচ্ছে না। এই মহাসড়কে এতটা স্বস্তির যাত্রা হবে ভাবতেই পারেনি।
এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের শাহিন আলম, শওকত আলীসহ অনেকে বলেন, এ বছর প্রথম ঈদযাত্রায় কোনো প্রকার যানজট ও ধীরগতি ছাড়াই সিরাজগঞ্জের মহাসড়ক পাড় হতে পেরেছি। এবারের সিরাজগঞ্জ মহাসড়কের ঈদযাত্রা সত্যিই যেকোনো বছরের চেয়ে সুন্দর হয়েছে।