রোগীর কাঁধের বিভিন্ন অংশ নড়াচড়া করতে পারেন না এবং কাঁধে সব সময় ব্যথা হয়, তখন তাকে বলে ফ্রোজেন শোল্ডার বা স্টিফ শোল্ডার। এটি জমানো কাঁধ বা এডহেসিব ক্যাপসুলাইটিস নামেও পরিচিত। এডহেসিব ক্যাপসুলাইটিস একটি সেল্ফ লিমিটিং রোগ। এটা আপনাআপনি ভালো হয়। তবে ৫ মাস থেকে ৯ মাস, এমনকি ১৮ মাস পর্যন্ত সময় লাগে ভালো হতে। এ সময় যথোপোযুক্ত চিকিৎসা এবং ব্যায়াম না করলে জোড়া চিরস্থায়ীভাবে স্টিফ বা জমে যাওয়ার আশঙ্কা থাকে।
এ রোগে জয়েন্টের পর্দা বা ক্যাপসুলে প্রদাহ, সংকোচন ও স্ক্যার টিস্যু হয়। জোড়ার হাড়গুলোর মধ্যে এবং ক্যাপসুল ও ক্যাপসুলের বাইরের টিস্যুর মধ্যে জমানো বন্ধন (এডহেসন) তৈরি হয়। এজন্য কাঁধ স্টিফ বা শক্ত হয় বা জমে যায়। আবার জোড়ার ফ্লুইড শুকিয়ে যাওয়ার জন্যও জয়েন্ট স্টিফ হয় এবং মুভমেন্ট সীমিত হয়। ফ্রোজেন শোল্ডার বা জমানো কাঁধ রোগী তিনটি অবস্থার মধ্য দিয়ে রোগকালে অতিক্রম করে। প্রথম অবস্থা বা ব্যথা অবস্থায় কাঁধে ব্যথা হয় ও নড়াচড়া সীমিত হয়। এ অবস্থা সাধারণত ৬-১২ সপ্তাহ থাকে। মধ্য অবস্থা বা স্টিফ অবস্থায় কাঁধ শক্ত বা স্টিফ হয় বা জমে যায়। ব্যথার তীব্রতা কিছুটা কমে যায়। স্টিফ বা জমানো অবস্থা ৪-৬ মাস থাকে। শেষ অবস্থা বা রিকভারী অবস্থায়, স্টিফনেস আস্তে আস্তে কমে আসে এবং ব্যথা কমে যায়। এক বছরের বেশি সময় ধরে এ অবস্থা চলতে থাকে।