স্মার্টফোনের জন্য বর্তমান সময়ে স্টোরেজ তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। কেননা এখনকার ডিভাইসগুলোয় প্রিবিল্ট হিসেবে বড় স্টোরেজ দেয়া হয়। তবে স্টোরেজ থাকলেও ব্যবহারকারীকে সমস্যার সম্মুখীন হতে হয়। এ সমস্যা থেকে সমাধানে নতুন সুবিধা যুক্ত হয়েছে গুগল ফটোজে। ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে স্টোরেজ খালি করতে পারবে। খবর টেকটাইমস।
উচ্চ-রেজল্যুশনের ক্যামেরায় তোলা ছবি সংরক্ষণে বেশি জায়গার প্রয়োজন হয়। আর ছবি সংরক্ষণের জন্য গুগল ফটোজ বেশ প্রচলিত। ছবির আকার যা-ই হোক না কেন, তা ফটোজে সংরক্ষণ করা যায়। এটি ব্যবহার করে ফোনের স্টোরেজও খালি করা যাবে।