চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে ৪২টি মার্কেট ও ১২ বস্তি। এসব মার্কেটে নেই অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা। এসব মার্কেটের চলাচলের পথও সরু, একটি ভবনের সঙ্গে অন্যটি লাগানো।
নেই ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের পর্যাপ্ত ব্যবস্থা।চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, চট্টগ্রামে ৪২ মার্কেট ও ১২ বস্তি অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের জরিপের মাধ্যমে ঝুঁকির বিষয়টি উঠে এসেছে।ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, অগ্নিঝুঁকির তালিকায় থাকা মার্কেটগুলোর কর্মকর্তাদের বারবার সতর্ক করা হয়েছে। কিন্তু ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ উদাসীন কর্তৃপক্ষ।অগ্নিঝুঁকির তালিকায় থাকা একটি মার্কেট হলো রিয়াজুদ্দিন বাজার। যেখানে একসঙ্গে ১০ হাজারের অধিক দোকান রয়েছে।