টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপপ্রবাহ। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা। যা গত ৯ বছরের মধ্যে রেকর্ড তাপমাত্রা।
এদিকে, চলমান অতি তীব্র তাপদাহে গলে যাচ্ছে সড়কের পিচ। চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক মহাসড়কের বেশ কিছু জায়গায় এবং চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের কিছু কিছু জায়গায় গলে যাচ্ছে সড়কের পিচ। চলাচলের সময় যানবাহনের চাকার সঙ্গে উঠে যাচ্ছে পিচ। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনগুলো।
চুয়াডাঙ্গা বড় বাজারের ট্রাকচালক করিম মিয়া বলেন, ‘এই তাপে রাস্তার পিচ গলি যাচ্চি। যকন গাড়ি চালাচ্চি গাড়ির চাকার সঙ্গে পিচ উঠি আসছি। আমরা দুর্ঘটনা হওয়ার ভয়ে খুব সাবধানে গাড়ি চালাচ্চি’।