বাকি প্রতিযোগিতায় তেমন ভালো না হলেও চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের মতোই বল পায়ে উজ্জ্বল থাকেন রদ্রিগো। গতকালও ছিলেন তেমন।
জোড়া গোল করে জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। একই সঙ্গে করেছেন নিজের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত উদযাপন। ম্যাচ শেষে জানিয়েছেন, পর্তুগিজ তারকাকে ভালোবেসেই এই উদযাপন করার কথা।
রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। চ্যাম্পিয়ন্স লিগে তার অবদান কখনও ভুলার মতো নয়। যেভাবে একের পর এক গোল করে তিনি এই ক্লাবকে শিরোপা জিতিয়ে গেছেন তা অস্বীকার করতে পারবে না কেউই। একই পথে ছুটছেন রদ্রিগো। তবে লিগে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই করে দেখাচ্ছেন ভালো কিছু। আর এতেই অনেকটাই মিল পাওয়া যায় রোনালদোর সঙ্গে।
গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের মতো দ্বিতীয় লিগেও চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। দুইটি গোলই করেন রদ্রিগো। সেখানে ম্যাচের ৫৮তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে প্রথম গোলটি করার পরই করেন রোনালদোর বিখ্যাত ‘Siuuu’ উদযাপন। আর এতেই ফুটে ওঠে পর্তুগিজ তারকার প্রতি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ভালোবাসার পরিমাণ।