অগ্নিকাণ্ড-নাশকতা প্রতিরোধের দায়িত্ব সরকারের: জিএম কাদের

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ১৫:৩৫

‘সাম্প্রতিক সময়ের অগ্নিকাণ্ডকে সরকারের পক্ষ থেকে নাশকতার কথা বলা হচ্ছে’- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি পছন্দ করি না। অগ্নিকাণ্ডকে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে।


তিনি বলেছেন, অভিযোগ করলে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে। আমরা চাই আর যেন অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে। অগ্নিকাণ্ড ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব সরকারের।


বুধবার (১৯ এপ্রিল) দুপুরে কুড়িলে দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।


জিএম কাদের বলেছেন, রেডিও টেলিভিশন খুললে দেখা যায় প্রতিদিন বিদ্যুতের রেকর্ড উৎপাদন হচ্ছে। প্রতিদিন রেকর্ড হলে লোডশেডিং কেন? বিদ্যুতের জন্য হাহাকার কেন? প্রতিদিনই বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলে তা প্রচার করতে হবে কেন?


‘বিদ্যুতের রেকর্ড প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের মানুষ বিদ্যুৎ না পেলে রেকর্ড দিয়ে কোনো লাভ হবে না। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us