ফিক্সিং কাণ্ডে সবসময়ই আলোচনায় থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফিক্সিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ করা হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। চলতি আইপিএলেও আবার ফিরে এসেছে ফিক্সিং!
তবে এবার কোনো পেশাদার জুয়াড়ি নন, আইপিএলে জুয়ায় আসক্ত এক ভ্যানচালকের কাছ থেকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পান মোহাম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই পেসারকে ফোন দিয়ে দলের ভেতরের তথ্য জানতে চেয়েছিলেন তিনি। এমনই খবর জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।