রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে, শোনামাত্রই বেশির ভাগ মানুষের মাথায় হাত! কোলেস্টেরল বাড়লে যে, হৃদ্রোগেরও ঝুঁকি বেড়ে যায়! অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা ক্রমাগত বাড়িয়ে দেয়। দীর্ঘ দিন ধরে রক্তে ভাসতে থাকা ওই চটচটে পদার্থগুলিই একটা সময়ে ধমনীর গায়ে আটকে যায়।
শরীরে রক্ত চলাচল করতে বাধা পায়, শুরু হয় নানা সমস্যা। বিভিন্ন উপসর্গ জানান দেয় শরীরে খারাপ কোলেস্টেরল বাসা বেঁধেছে। তেমনই একটি সঙ্কেত হল, চোখের রেটিনা ও কর্নিয়ার কিছু অস্বাভাবিক পরিবর্তন। দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, চোখের সামনে কালো বলয় বা রেখা দেখতে পেলে সতর্ক হন।