মেঘ–বাতাস বাড়ছে, গরম কমছে

প্রথম আলো প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ২২:০৫

টানা দাবদাহের দাপট কমতে শুরু করেছে। ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের আকাশে মেঘের উপস্থিতি বেড়েছে। মৃদুমন্দ বাতাসও বইতে শুরু করেছে। এর প্রভাবে একযোগে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। অল্প পরিমাণে হলেও সিলেটে চলতি মাসের প্রথম দিকে বৃষ্টি ঝরেছে।


আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।


কোথাও কোথাও ঝড়বৃষ্টি আর শিলাবৃষ্টি হলেও সামগ্রিকভাবে দাবদাহ আপাতত যাচ্ছে না। আজও দিনাজপুর, পাবনা, রাজশাহী ও চুয়াডাঙ্গা দিয়ে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। এর বাইরে দেশের অর্ধেকের বেশি এলাকা দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। তা আগামীকালও অব্যাহত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

৮০ কিমি. বেগে ঝড়ের আভাস

ঢাকা পোষ্ট | আবহাওয়া অধিদফতর
৮ মাস আগে

তাপমাত্রা পৌঁছেছে ৩৭ ডিগ্রির ঘরে

ঢাকা পোষ্ট | আবহাওয়া অধিদফতর
৮ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us