রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ। এ ব্যাপারে ঢাকা ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে বলে গতকাল সোমবার বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা পরমাণু শক্তি কমিশন। প্রকল্পটিতে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। এতে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ২৬৫ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় ১ লাখ ৩২ হাজার ৮২৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা হিসাবে)। এই প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ২৬৫ কোটি ডলারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৯০ শতাংশ অর্থায়ন করছে রাশিয়া। এই ঋণ–অর্থায়ন ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড হচ্ছে ১০ বছর।