নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নজরদারি আরও নিবিড় করছে কেন্দ্রীয় ব্যাংক। আগে এ সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান স্ব স্ব দায় ও সম্পদের বিবরণী পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যন বিভাগে জমা দিতো।
এখন থেকে ৫ দিন কমিয়ে ১৫ তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ সম্পর্কিত নির্দেশনা জারি করে সকল নন-ব্যাংক আথিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আমানত গ্রহনকারী নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহ মাসিক ভিত্তিতে সংশ্লিষ্ট মাসের সেক্টরভিত্তিক দায় ও সম্পদের তথ্য বিবরণীর মাধ্যমে পরের মাসের ২০ তারিখের মধ্যে পরিসংখ্যন বিভাগে নিয়মিত দাখিল করে আসছে। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বিবরণী ও ব্যাংকসমূহ হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের আর্থিক জরিপ প্রস্তুত করা হয়, যা দেশের মুদ্রানীতি প্রণয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তথ্য প্রেরণে ব্যবহৃত হয়।