৪ এপ্রিল মঙ্গলবার দেশে মানুষের ঘুম ভেঙেছিল বঙ্গবাজার কমপ্লেক্সের আগুনের খবরে। ভয়াবহ সেই আগুনে পুড়ে গিয়েছিল বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি মার্কেটের অন্তত ৫ হাজার দোকান। আগুনে শুধু মার্কেট পুড়েনি, পুড়ে গেছে লাখো মানুষের স্বপ্ন, বিবর্ণ হয়েছে কয়েক হাজার পরিবারের ঈদের আনন্দ।
সেই ক্ষত শুকানোর আগেই শনিবার আবার দেশের মানুষের ঘুম ভাঙালো আগুন। এবার পুড়লো রাজধানীর নিউ সুপার মার্কেটের অন্তত ২৫০ ব্যবসায়ীর স্বপ্ন। মাঝে বৃহস্পতিবার রাতে পুড়ে গেছে নবাবপুরের একটি গোডাউন। ঈদ সামনে রেখে একের পর এক মার্কেট আর গোডাউনের আগুন অসহায় করে তুলেছে ব্যবসায়ীদের। যত সাহায্যই আসুক, ঈদের আগে এই ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানো কঠিন।