পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ বেসরকারির তুলনায় খুবই কম। মাসিক বা সেমিস্টার ফি এতই কম যে তা মনেও রাখেন না শিক্ষার্থীরা। তারা বছর শেষে একবারই বেতনসহ নানা ফি দেন। অথচ সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পেছনে ঠিকই বড় অঙ্কের টাকা ব্যয় হয়, যা খরচ করে রাষ্ট্র। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রের কোনো ব্যয় নেই। যা খরচ তার পুরোটাই বহন করতে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। দেশ রূপান্তর হিসাব করে দেখেছে, সরকারি বিশ^বিদ্যালয়ের তুলনায় বেসরকারিতে শিক্ষার্থীদের খরচ ৪৪ গুণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগ ভেদে সেমিস্টার ফি’র ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। তবে বেশিরভাগ বিভাগেই ছয় মাসের সেমিস্টারে আবাসিক হলের সিট ভাড়াসহ বিভিন্ন প্রকার ফি মিলিয়ে দিতে হয় ৩ হাজার ৮২৫ টাকা। সেই হিসাবে একজন শিক্ষার্থীর মাসিক ব্যয় ৬৩৭ টাকা। অবশ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মাসে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, পরীক্ষার ফি ও হলের সিট ভাড়া মিলিয়ে ২৫০-৩০০ টাকার বেশি ব্যয় করতে হয় না। গড়পড়তা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে একজন শিক্ষার্থীর মাসিক খরচ ৫০০ টাকার মতো।