সুদানের রাজধানী খার্তুম এবং দেশের অন্যত্র যে লড়াই শুরু হয়েছে, তা দেশটির সামরিক নেতৃত্বের মধ্যে বিরোধের প্রত্যক্ষ ফলাফল। আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং নিয়মিত সেনাদের মুখোমুখি অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় ব্যাপক সংঘর্ষ চলছে।
লড়াইয়ের পটভূমি
২০২১ সালের অক্টোবরে অভ্যুত্থানের পর থেকে সুদান একটি জেনারেল কাউন্সিল দ্বারা পরিচালিত হয়েছে। বিরোধের কেন্দ্রে দুইজন সামরিক ব্যক্তি রয়েছেন, যারা এখন একে অপরকে যেকোনও মূল্যে পরাস্ত করতে চাইছেন।
জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সশস্ত্র বাহিনীর প্রধান এবং কার্যত দেশটির প্রেসিডেন্ট। তার ডেপুটি এবং আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। তিনি হেমেদতি নামে বেশি পরিচিত। দেশ কোন দিকে যাচ্ছে এবং বেসামরিক শাসনের দিকে প্রস্তাবিত পদক্ষেপ নিয়ে তাদের মধ্যে ভিন্নমত রয়েছে।