জীবন ধারণের জন্য মানুষকে জীবিকা নির্বাহ করতে হয়। জীবিকা নির্বাহের ক্ষেত্রে হালাল ও হারাম সম্পর্কে অবগত থাকা আবশ্যক, যেন হালালকে হারাম থেকে পার্থক্য করে হালালকে গ্রহণ আর হারামকে বর্জন করা যায়।
জীবিকার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জীবিকায় হারামের সংস্পর্শ থাকলে কিংবা হারাম লেনদেনের সঙ্গে সংযুক্ত থাকলে রোজাসহ কোনো ইবাদতই ফলদায়ক হবে না।এজন্য হালাল জীবিকার উপায় অবলম্বন করা ওয়াজিব। হারামপন্থায় উপার্জিত সম্পদ থেকে জীবনযাপন করলে নামাজ-রোজাসহ কোনো ইবাদতের সওয়াব হয় না। হারাম উপার্জন একজন মুসলমানের দুনিয়ার জীবনকে কলুষিত করে এবং পরকালীন জীবনের জন্য শাস্তি বয়ে আনে।