বাংলা বছরের শেষ দিন তথা চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। যুগ যুগ ধরে নানা আয়োজনে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। এমনকি পহেলা বৈশাখের চেয়েও এক সময় চৈত্র সংক্রান্তির আয়োজন ছিল জমজমাট ও উৎসবমুখর।
তবে নদীর মতো কালের খেয়া বয়ে বয়ে গেছে আর উৎসবের ঢঙেও এসেছে পরিবর্তন। তাই এখন পহেলা বৈশাখ ঘিরেই থাকে অধিকাংশের আগ্রহ।কিন্তু এর মাঝেও চৈত্র সংক্রান্তির আবেদন ফুরিয়ে যায়নি। সে কথাই যেন মনে করিয়ে দিলেন সংস্কৃতিকর্মী ও সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা। বিশেষ দিনটি উপলক্ষে তিনি নতুন একটি গান উপহার দিয়েছেন।