মস্তিষ্কের একটি অংশে ডোপামিন তৈরি কমে যাওয়ার কারণে এই রোগটি হয়

প্রথম আলো প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩, ১৩:৩১

ইডিওপ্যাথিক পারকিনসনস হলো একধরনের নিউরো-ডিজেনারেটিভ বা স্নায়বিক রোগ। মস্তিষ্কের একটি অংশে ডোপামিন তৈরি কমে যাওয়ার কারণে এই রোগ হয়ে থাকে। অনেক সময়ে রোগটি বংশানুক্রমে হতে দেখা যায়। সাধারণত ৬০ বছর বয়সে এই রোগে মানুষ আক্রান্ত হয়। কখনো কখনো ৪০ বছরেও দেখা দিতে পারে।


লক্ষণ


ধীরগতিতে ছোট ছোট পদক্ষেপে চলা; হাত, পা, চোয়াল, মাথা কাঁপা; হাত-পা ভাঁজ করতে অসুবিধা (পেশির অনমনীয়তা); ভারসাম্য রক্ষা করতে না পারা ও পড়ে যাওয়ার প্রবণতা।


চিকিৎসা


এই রোগ পুরোপুরি সারে না। তবে উপসর্গ কমিয়ে আনা যায়। এ ক্ষেত্রে ওষুধ, ফিজিওথেরাপি, চলাচলের জন্য দরকারি সাপোর্ট দেওয়ার মতো কিছু যন্ত্রের মাধ্যমে রোগী সচল থাকতে পারেন। পারকিনসন রোগের শেষ পর্যায়ে রোগীর হুইলচেয়ার প্রয়োজন হয় ও শয্যাশায়ী হয়ে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us