৩৪ মাস বিল বকেয়া, আ. লীগ নেতার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন ভ্রাম্যমাণ আদালত

আজকের পত্রিকা প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩, ১০:৫৮

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। গোলাম মোস্তফার বকেয়া বিদ্যুৎ বিল ১ লাখ ২৫ হাজার ১৮০ টাকা। 


বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী জোনাল অফিসের উপমহাব্যবস্থাক (ডিজিএম) সোহরাব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যারা দীর্ঘদিন যাবত নোটিশ করার পরও বকেয়া বিল পরিশোধ করছেন না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ 


জানা গেছে, ৩৪ মাস যাবত বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। বারবার নোটিশ দেওয়া হলেও তিনি কর্ণপাত করেননি। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এ ছাড়া আরও ৯টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us