তাওহিদ হৃদয়ের সময়টা যেন কাটছে স্বপ্নের মতো। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই অভিষেক হয়ে গেছে।
দারুণ খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। বৃহস্পতিবার প্রাইম ব্যাংককে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
ম্যাচটিতে ৬ চার ও ৩ ছক্কায় ১১৮ বলে ৯৮ রানের ইনিংস খেলেছেন হৃদয়, হয়েছেন ম্যাচসেরা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডানহাতি এই ব্যাটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার স্বপ্ন দেখিয়েছেন জাতীয় দলের হয়েও বিশ্বকাপ জেতার।
তিনি বলেন, ‘এখন আমাদের সবার ওপর প্রত্যাশা আছে। আমি মনে করি যে শুধু আমরা না, আমাদের নিচে থেকে বা উপরে যারা সিনিয়র খেলোয়াড় আছে, প্রত্যেকের সামর্থ্য আছে দেশের জন্য ভালো কিছু করার। আমি মনে করি যে, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের হয়ে একদিন বিশ্বকাপ নিয়ে আসব। ’