এই সংকটেও কমল দারিদ্র্য!

দেশ রূপান্তর প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০৭:১৮

করোনার পর রাশিয়া যুদ্ধের কারণে তিন বছর ধরে দেশের মানুষের বেঁচে থাকাটাই বড় প্রাপ্তি। বিশ্বের বিভিন্ন দেশই অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এর মধ্যে গত এক বছরে রেকর্ড মূল্যস্ফীতির মধ্যে রয়েছে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ। এমন পরিস্থিতি সত্ত্বেও দেশে অস্বাভাবিকভাবে দারিদ্র্যের হার কমেছে বলে দাবি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রতিষ্ঠানটির হিসেবে গত সাত বছরে দেশে দরিদ্র জনগোষ্ঠীর হার কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া অতিদরিদ্রের হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশে। যা ২০১৬ সালে ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। ওই বছর অতিদরিদ্র জনগোষ্ঠী ছিল ১২ দশমিক ৯ শতাংশ। ফলে সাত বছরের ব্যবধানে দেশে দরিদ্র জনগোষ্ঠী কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। একই সময়ে অতিদরিদ্র জনগোষ্ঠী কমেছে ৭ দশমিক ৩ শতাংশ।


সর্বশেষ জনশুমারি অনুসারে দেশে জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার। এ হিসাবে দরিদ্রের সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৭ হাজার। এর আগে সর্বশেষ এমন জরিপ হয়েছিল ২০১৬ সালে। এরপর এ সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এইচআইইএস-২০২২-এর ফলাফল প্রকাশ করে বিবিএস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us