মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার কিনে যেন কিছুটা বিপাকেই পড়েছেন ইলোন মাস্ক! এমনকি সঠিক ব্যক্তি পেলে তিনি টুইটার বিক্রি করে দিতেও রাজি। সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নিজের এমন অবস্থান তুলে ধরেন এ মার্কিন ধনকুবের। সানফ্রান্সিসকো থেকে প্রচারিত সেই সাক্ষাৎকারটি লাইভ উপভোগ করেছে প্রায় ত্রিশ লাখ দর্শক।
বিখ্যাত গাড়ি কোম্পানি টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের মালিক ইলোন মাস্ক। গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেন টুইটার। সামাজিক যোগাযোগমাধ্যমটি পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি একে প্রচণ্ড মানসিক চাপমূলক কাজ বলে অভিহিত করেন। জানিয়েছেন, গত কয়েক মাস অত্যন্ত দুশ্চিন্তায় কেটেছে তার। তারপরও তিনি মনে করেন টুইটার ক্রয় করা সঠিক সিদ্ধান্ত ছিল। মাস্কের দাবি অনুযায়ী, বর্তমানে সবকিছু ঠিকঠাকই চলছে। তবে কাজের প্রয়োজনে মাঝেমধ্যে তাকে অফিসেই ঘুমাতে হয়। অফিসের লাইব্রেরিতে একটা জায়গা বরাদ্দ রয়েছে তার জন্য। সেখানে কেউ বিরক্ত করে না। তার ভাষায়, ‘টুইটার পরিচালনা করাটা বেশ যন্ত্রণাদায়ক। বিরক্তিকর নয়, টুইটার আসলে রোলারকোস্টারের মতো।’