স্বল্পায়ুর বিজ্ঞাপন ও টেকসই গল্প!

বণিক বার্তা ড. মো. আব্দুল হামিদ প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০৯:০৬

কখনো ভেবেছেন, বন্ধুদের আড্ডা কেন দ্রুত জমে ওঠে? দিনের পর দিন এমনকি মাসের পর মাস তারা আড্ডা দেয় অথচ বোরিং লাগে না। তাদের কথা কখনো শেষ হয় না। এর পেছনে সত্যিই কোনো সিক্রেট আছে কি? আচ্ছা, আমি কেন আপনাকে প্রশ্ন করার মাধ্যমে লেখাটি শুরু করলাম? সেটা না করে এ ব্যাপারে আমার ভাবনাটা সরাসরি শেয়ার করতে পারতাম। আপনি যদি বণিক বার্তায় লেখাটি পড়ে থাকেন তবে এ প্রশ্নের উত্তর আমার কাছে পৌঁছা প্রায় অসম্ভব। তার পরও কেন প্রশ্ন করছি? 


কারণ সব প্রশ্নের জবাব অন্য পক্ষের কাছে পৌঁছা জরুরি নয়। বরং ভাবনার দুয়ারটা খুলে দেয়া কিংবা চিন্তাটা উসকে দেয়া বেশি কার্যকর। এক্ষেত্রে আমার লেখার বড় সমালোচনা হলো— সমস্যা সামনে আনি, বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরি কিন্তু কোনো সমাধান বাতলে দিই না। এমনকি ‘মস্তিষ্কের মালিকানা’ বইয়ের বহু পাঠক বলেছেন, সেখানে যে ইস্যুগুলো উত্থাপন করেছেন সেগুলোর জবাব নিয়ে আরেকটা বই লিখুন! আমি তাদের কী বলি সেটা পরে বলছি। আপাতত পরের প্রশ্নের জবাব দিতে চেষ্টা করুন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us