সাবিনাদের বিদেশে পাঠাতে এবার বাফুফে চাইবে আড়াই কোটি টাকা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ১৯:০২

আর্থিক সংকটের কারণে সাবিনা খাতুনরা মিয়ানমারে যেতে পারেনি। এনিয়ে চারদিকে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। ঠিক এই সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই বছরে মেয়েদের বাকি সফরের জন্য বাজেটও নির্ধারণ করেছে। এর মধ্যে ঘাটতি বাজেটের প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।


আজ বুধবার বাফুফের জরুরি সভা ছিল। সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে দেশের বাইরে থেকে অনলাইনে যোগ দিয়েছিলেন অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ। জরুরি সভা শেষে বাফুফের অন্যতম সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ব্রিফিং করেছেন। শুরুতে তিনি বলেছেন, ‘মেয়েদের ফুটবলে সূচি আছে। এই বছরে মেয়েদের টুর্নামেন্টে অংশ নিতে আর্থিক বিষয়গুলো আছে। ফিফা-এএফসি ও স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ছাড়াও যে ঘাটতি থাকে তা দ্রুত বাজেট তৈরি করে বোর্ডে আবার আলোচনা করে প্রয়োজনে এই অর্থ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চাইবো। যেন ভবিষ্যতে সমস্যা না হয়।’


এই বছরের এই মাসে সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ আছে। এছাড়া ফিফা উইন্ডোর তিনটি ধাপ রয়েছে- জুলাই, অক্টোবর ও ডিসেম্বরে। দুটো করে ৬টি ম্যাচ খেলবে সাবিনা-সানজিদারা। হোম ও অ্যাওয়ে ম্যাচ ভিত্তিক। এছাড়া সিঙ্গাপুরে ভালো করতে পারলে তখন রাউন্ড টুতে খেলার সুযোগ আসবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us