বিনাটিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া

সমকাল প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ২১:৫২

ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে মঙ্গলবার। আগের চার দিনের মতো এদিনও টিকিট পেতে অনলাইনে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। এবারের ঈদের রেলওয়ের নতুন সংযোজন,  বিনাটিকিটের যাত্রী ঠেকাতে স্টেশন ঘিরে বাঁশের বেড়া।


প্রতি বছরই ঈদযাত্রার ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী উঠেন। কামরার ভেতরে গাদাগাদি দাঁড়িয়ে যান বিনাটিকিটের যাত্রীরা। শীতাতপ নিয়ন্ত্রিত কামরা এবং কেবিনেও ওঠেন তারা। ছাদে, ইঞ্জিনের সামনে, দরজায় দাঁড়িয়ে ভ্রমণ করেন বাদুরঝোলা হয়ে। রেলের কর্মীরাও টাকা নিয়ে বিনাটিকিটের যাত্রী তোলেন। এতে টিকিটের যাত্রীরা পড়েন ভোগান্তিতে।


রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, টিকিটের যাত্রীদের স্বচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধুমাত্র টিকিটের যাত্রীরাই ট্রেনে চড়বেন। টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে হবে।


আগের বছরগুলোতে বিমানবন্দর, টঙ্গী ও জয়দেবপুর স্টেশনে ট্রেন আটকে বিনাটিকিটের যাত্রী উঠার নজির রয়েছে। এবার তা ঠেকাতে মঙ্গলবার ঢাকার কমলাপুর স্টেশনের চত্বরের বাইরে বাঁশের বেড়া দিয়ে প্রবেশপথ তৈরি করা হয়েছে। এর মধ্যে লাইন করে ঢুকতে হবে যাত্রীদের। প্রবেশের আগে দেখাতে হবে টিকিট। বিমানবন্দর স্টেশনেও ফাঁকফোকড় বন্ধ করেছে রেল।


এদিকে মঙ্গলবার বিক্রি হয় ২১ এপ্রিলের ট্রেনের টিকিট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ এপ্রিল ঈদ। তাই আগের দিনের টিকিটই ঈদযাত্রার শেষ ট্রেনের টিকিট। এ কারণে আগের চার দিনের তুলনায় গতকাল টিকিটের জন্য চাপ ছিল সবচেয়ে বেশি। ট্রেনের টিকিট বিক্রির দায়িত্বে সহজ-সিনেসিস-ভিনসেন্ট জেভির ভাইস প্রেসিডেন্ট যুবায়ের হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। প্রথম আধা ঘণ্টায় আড়াই কোটি হিট হয়েছে তাদের সার্ভারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us