তাঁর বয়স এখন ৬৬। এই বয়সে এসেও এখনো পুরোপুরি ফিট বলিউড অভিনেতা অনিল কাপুর। এখনো নিয়মিত করেন শরীরচর্চা। তবে গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি–ভিডিও দেখলে মনে হবে, একটু বাড়াবাড়িই করছেন এই অভিনেতা। মাইনাস ১১০ ডিগ্রির বাঙ্কারে ঢুকে করছেন শারীরিক কসরত! রীতিমতো ঘাম ঝরাচ্ছেন।
এই বয়সেও এই ধরনের কঠিন শারীরিক কসরতে ক্লান্তি নেই অনিল কাপুরের। তিনি উপভোগ করছেন তাঁর এই শরীরচর্চা। মাইনাস ১১০ ডিগ্রির বাঙ্কারে কসরত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অনিল কাপুর নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘চল্লিশের দুষ্টুমির দিন শেষ। এখন ৬০ বছরের আকর্ষণীয় হওয়ার সময়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ফাইটার মোড অন।
এই বয়সে অনিল কাপুরের শরীরচর্চা দেখে অনেক ভক্ত উদ্বেগ প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে অনেকে নিষেধও করেছেন। তবে অধিকাংশই অনিল কাপুরের প্রশংসা করেছেন।
তাঁর স্ত্রী সুনীতা কাপুরও ভালোবাসা জানিয়েছেন পোস্টে। বাবার এই বয়সেও এই উদ্দীপনা দেখে ভালোবাসা জানিয়েছেন ছোট মেয়ে রিয়া।