সম্ভবত এবছর সেরা জন্মদিন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোর কালেব হেং’র। কারণ এবার ক্যালিফোর্নিয়া লটারির টিকিটে ১ মিলিয়ন ডলার জিতেছে সে, বাংলাদেশি টাকায় যা প্রায় ১১ কোটি। লটারির টিকিটটি তার দাদি তাকে ১৮তম জন্মদিনের উপহার দিয়েছিলেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, লটারি জেতা এই টিকিটটি ক্যালিফোর্নিয়ার মোডেস্টোর কাছের একটি বাজার থেকে কেনা হয়েছিল এবং লটারি জেতা মার্কিন কিশোর হেং লটারিতে অংশ নেওয়ার জন্য খুব কম বয়সী ছিল। এমনকি যেদিন সে এই পুরস্কার জিতে সেদিন পর্যন্ত তার অংশগ্রহণের আইডি ছিল না।