তীব্র তাপদাহে শিশুদের সুস্থ রাখতে যা করণীয়

সমকাল প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১৬:৩১

প্রতিদিনই এক-দুই ডিগ্রি বেড়ে চলেছে তাপমাত্রা। দিন-দিন তাপমাত্রার এতটাই বাড়ছে যে বাড়ির বাইরে পা রাখাই কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বাইরে বেরোনোর কারণে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে শিশুদের শরীরেও। গরমের তীব্রতা থেকে শিশুদের বাঁচাতে কিছু বিষয় মনে রাখা জরুরি-


আর্দ্রতা বজায় রাখা: শিশুরা খেলাধূলা করতে ভালোবাসে। তাই গরমের দিনগুলোতে পানিশূন্যতার শিকার হতে পারে শিশুরা। বিশেষজ্ঞদের মতে, এই সময় পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। শিশুদের পানি পিপাসা না পেলেও তারা যাতে সারা দিনে ২-৩ লিটার পানি পান করে সেদিকে লক্ষ্য রাখুন। পারলে ডাবের পানি, লেবুর শরবত, বেলের শরবতও খাওয়াতে পারেন শিশুকে।


যতটা সম্ভব রোদ থেকে দূরে রাখুন: শিশুরা খেলতে কিংবা সাইকেল চালাতে চাইবেই। তাই বলে তাকে দুপুরবেলায় বের হতে দেওয়া চলবে না। বরং শিশুকে ঘরের মধ্যে খেলতে দিন। সূর্যের তাপ সকাল ১০টা থেকে বিকেল ৪ টার মধ্যে সবচেয়ে বেশি থাকে। এই সময় শিশু যেন বাড়ির বাইরে না যায়, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে বিকেল ৫টার পরে তাদের বাইরে বেরোতে দিন।


সানস্ক্রিন মাখান: সানস্ক্রিন কেবল বড়দের জন্য নয়, ছোটদের জন্যও খুবই প্রয়োজনীয়। বড়দের তুলনায় ছোটদের ত্বকে অনেক বেশি র‍্যাশ, সানবার্ন হতে পারে। তাই দিনের বেলায় শিশুদের শরীরের উন্মুক্ত জায়গাগুলিতে ভালো ভাবে সানস্ক্রিন লাগাতে হবে। টুপি এবং ছাতাও তীব্র রোদ থেকে বাঁচতে সাহায্য করে।


প্রতিদিনের খাদ্যতালিকায় নজর দিন: এই গরমে শিশুদের হালকা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ান । ফ্যাটযুক্ত কিংবা ভাজাভুজি জাতীয় খাবার না খাওয়ানোই উচিত। এই সময় পেটের অসুখ বেড়ে যায়। তাই সাবধান থাকুন। মৌসুমি টাটকা এবং সবুজ ফল ও সবজি শিশুদের খাদ্যতালিকায় রাখুন। বিশেষজ্ঞদের মতে, মৌসুমি খাবার শরীরকে হাইড্রেটেড রাখে এবং ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে।


হালকা পোশাক পরান: গরমে সব সময় শিশুদের হালকা রঙের সুতির পোশাক পরানোই ভালো। এই ধরনের পোশাক কম তাপ শোষণ করে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া সুতির জামা পরলে গরমের কারণে ত্বকের সংক্রমণ হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us