চট্টগ্রাম বন্দরে সোডা অ্যাশ ঘোষণা দিয়ে ভারত থেকে আনা এক কনটেইনার কাপড় ও লেহেঙ্গা জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। সোমবার (১০ এপ্রিল) কনটেইনারটি কায়িক পরীক্ষায়ি বিষয়টি ধরা পড়ে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) সাইফুল হক জানান, মিথ্যা ঘোষণায় কাপড় আমদানি করে এক কোটি ৪১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল।তিনি বলেন, ‘সোডা অ্যাশ ঘোষণা দিয়ে ভারতের কলকাতা থেকে এসব কাপড় আমদানি করেন ফেনীর সদর থানাধীন আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ এন্টারপ্রাইজ। সোমবার কনটেইনারটির কায়িক পরীক্ষা করা হয়।