আর কয়েক দিন পরেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। এই উৎসবকে ঘিরে রাজবাড়ীর দোকান মালিকেরা ঈদের নতুন পোশাক তুলেছেন। এরই মধ্যে মার্কেট ও বিপণীগুলোতে আসতে শুরু করেছে ক্রেতা।
মার্কেটে ক্রেতা আসলেও নেই তেমন বেচাকেনা। বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পোশাক দেখেই চলে যাচ্ছে তারা। পোশাকের দামের সাথে ক্রেতার বাজেট মিল না থাকায় এমনটা হচ্ছে বলে জানান ক্রেতারা। এতে হতাশ দোকান মালিকরা। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক দোকানদারই লাকী কূপনের ব্যবস্থা করেছে। তাতে ক্রেতাদের লোভনীয় ও আকর্ষনীয় পুরস্কারেরও ঘোষণা দিচ্ছেন।