যশোর: জেলার চৌগাছায় বাণিজ্যিকভাবে সুগন্ধি মসলা এলাচ চাষ করেছেন নজরুল ইসলাম। বসত বাড়ির পাশে মেহগনি বাগানের পতিত জমিতে এলাচ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি।
নজরুল ইসলামের আশা, দেশে উৎপাদিত এই এলাচ আমদানি নির্ভরতা কমাবে এবং একইসঙ্গে উপজেলার কৃষিতে একটি নতুন সংযুক্তির মাধ্যমে অর্থনৈতিক মুক্তির পথ দেখাবে। নতুন এ মসলা চাষে তিনি ব্যাপক সম্ভাবনাও দেখছেন। জানা যায়, শখের বসে বেনাপোলে শাহাজান আলীর এলাচ বাগান দেখতে গিয়ে এই চাষে আগ্রহী হয়ে উঠেন নজরুল ইসলাম। তিনি জেলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মানিক মাস্টারের ছেলে। নজরুল ইসলাম জানান, ২০২০ সালের শেষের দিকে কয়েকজন বন্ধু মিলে বেনাপোলে শাহাজান আলীর এলাচ বাগান দেখতে যান। সেখানে গিয়ে তিনি এই চাষে আগ্রহী হয়ে উঠেন।