এবার নববর্ষের (১৪ এপ্রিল) প্রথম প্রভাতে, সত্য-সুন্দরকে পাওয়ার অভিলাষী ছায়ানটের আহ্বান থাকবে, দূর করো অতীতের সকল আবর্জনা, ‘ধর নির্ভয় গান’।
সোমবার (১০ এপ্রিল) রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ছায়ানটের সহ-সভাপতি আতিউর রহমান ও খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা ও যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়।