একটা সময় ছিল যখন পুত্রসন্তান না হলে মায়েদের চরম হেনস্থা করা হত। এমনকী কন্যাসন্তান হলে আবার সন্তানধারণের নির্দেশ দেওয়া হত। আর ভ্রুণহত্যার খবর তো রয়েছেই।
তবে দিনকাল পাল্টেছে। পশ্চিমা দেশগুলির চিত্র আমূল পাল্টেছে। তবে একটি পরিবার তা-ও যেন খুশি ছিল না। কারণটা জানলে অবাকই হবেন।
আমেরিকার একটি পরিবারে ১৮৮৫ সালের পর থেকে কোনো মেয়ে জন্মায়নি। সবই ছেলেসন্তান জন্মাচ্ছিল তাদের পরিবারে। এ যেন এক আভিশাপ লেগে গিয়েছিল সংসারে।