গত বছর নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবারের মতো কোনো সিনেমায় নাম লেখান অনন্ত জলিল। ‘কিল হিম’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। তখন থেকেই শোনা যাচ্ছিল, এ বছর রোজার ঈদে মুক্তি পাবে ‘কিল হিম’। ঈদের সিনেমা হিসেবে আলোচনায় থাকলেও ছিল না আনুষ্ঠানিক ঘোষণা। শেষ হলো সে অপেক্ষা। গতকাল বিকেলে ‘কিল হিম’-এর নতুন একটি পোস্টার শেয়ার করে সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দিলেন অনন্ত জলিল।
কিল হিম সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে কিলার চরিত্রে। এ সিনেমার জন্য মার্শাল আর্ট শিখেছেন তিনি। তবে কয়েক দিন আগে অনন্ত জলিল নিজের ফেসবুক পেজে পুলিশের পোশাক পরা ছবি পোস্ট করলে দর্শকেরা এ সিনেমায় তাঁর চরিত্র নিয়ে দ্বিধায় পড়ে যান। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমার পুলিশের পোশাক পরার ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজড যে তিনি তো একজন কিলার। কেন পুলিশের পোশাক পরলাম? আসলে এই ঘটনায় একটু টুইস্ট আছে।’ কিন্তু টুইস্টটা কী, সেটা প্রকাশ করতে চাননি অনন্ত।