এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে ২০২৩-২০২৭ মেয়াদে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। আগের মতোই বিভিন্ন কমিটিতে জায়গা করে নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এএফসি কম্পিটিশন্স কমিটিতে ও সহসভাপতি কাজী নাবিল এএফসি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির সদস্য হয়েছেন। এছাড়া বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এএফসি মার্কেটিং কমিটির সদস্য হিসেবে আবারও জায়গা করে নিয়েছেন।