পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর এলাকার লিচু চাষি ও মৌসুমি লিচু ব্যবসায়ী মিরাজুল ইসলাম। তিনি ৮ লাখ টাকা বিনিয়োগ করে ৪ শতাধিক লিচু গাছ কিনেছেন। আশা ছিল ১২ থেকে ১৪ লাখ টাকার ব্যবসা করবেন। এখন তিনি মূলধন হারানোর শঙ্কায় আছেন।
গাছে মুকুল আসার পর আকস্মিক বৃষ্টিতে বেশিরভাগ গাছে লিচুর আশানুরূপ সংখ্যক গুটি না আসায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় মৌসুমি লিচু ব্যবসায়ীরাও।
মিরাজুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফলন পাওয়ার আগে কয়েক দফায় লিচু গাছ বিক্রি হয়, কেউ পাতা ও মুকুল দেখে গাছ কেনেন। কেউ আবার লিচুর গুটি আসার পর গুটির ফলন দেখে গাছ কেনেন।'
'মুকুল দেখে গাছ কিনে ফলন বিপর্যয়ের আশঙ্কায় পড়েছি,' উল্লেখ করে তিনি আরও বলেন, 'গত ফেব্রুয়ারিতে লিচু গাছে প্রচুর পরিমাণ মুকুল দেখে আশায় বুক বেঁধে চড়া দামে গাছ কিনেছি। ফেব্রুয়ারির মাঝামাঝি বৃষ্টিতে বেশিরভাগ মুকুল ঝরে গেছে।'