ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে গত বছর সুইডেনকে সঙ্গে নিয়ে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে ফিনল্যান্ড। সম্প্রতি তুর্কি পার্লামেন্ট সেই আবেদন মঞ্জুর করে। ন্যাটোর ৩১তম সদস্য এখন এই দেশটি। পশ্চিমা সামরিক এই জোটে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি রাশিয়ার জন্য বড় ধাক্কা। লিখেছেন নাসরিন শওকত
ন্যাটো কী
উত্তর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর সামরিক জোট ন্যাটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় ইউরোপে সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণকে চ্যালেঞ্জ জানাতে পশ্চিমা এক সামরিক জোট সৃষ্টির চিন্তাভাবনা শুরু হয়। এই পরিকল্পনা অনুযায়ী ১৯৪৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মোট ১২টি দেশ একজোট হয়ে গড়ে তোলে উত্তর আটলান্টিক সামরিক জোট (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন) ন্যাটো। যুক্তরাষ্ট্রসহ এই প্রতিরক্ষা জোটের ১২ সদস্য দেশগুলো ছিল যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে এবং পর্তুগাল।