পরের দোষ চর্চা করা জঘন্য অপরাধ। রোজা রেখে এই অপরাধে জড়ালে রোজা হবে সওয়াবহীন। পাপ মার্জনা ও ক্ষমা লাভে রোজার যে অপার্থিব শক্তি, পরের দোষ চর্চা করলে রোজার সেই শক্তি স্তিমিত হয়ে যায়। এমন রোজা মানুষের জন্য কোন কল্যাণ বয়ে আনে না।মানুষের যেসব অপরাধ রোজার মাহাত্ম্যকে ক্ষুণ্ণ করে, রোজার প্রতিদানকে চূর্ণ করে, সেসবের অন্যতম এই পরের দোষ চর্চা বা পরনিন্দা।
তাই রোজার পূর্ণ প্রতিদান পেতে পরনিন্দা বর্জনের বিকল্প নেই।পরনিন্দা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, একবার রাসুল (সা.) সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি জানো গিবত (পরনিন্দা) কী? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। তখন রাসুল (সা.) বললেন, গিবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে।