বিসিবি সভাপতি নাজমুল হাসানের বক্তব্যের ২৪ ঘণ্টাও পার হয়নি। গত ৬ মাস ধরে যে সমস্যার সমাধান হয়নি, সেটি বোর্ড সভাপতির এক বক্তব্যেই সমাধান হয়ে গেলো আজ! বৃহস্পতিবার বিকালে নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, কোচ গোলাম রাব্বানী ছোটনসহ চার ফুটবলার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছেন সেই চেক নেওয়ার জন্য। একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর তাদের হাতে চেক তুলে দেওয়া হবে।
গত বছর সেপ্টেম্বরে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ে গোটা দেশই তাদের বাহবা দিয়েছে। তার পর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ী মেয়েদের ছাদখোলা বাসে বরণ করে নেওয়া হয়েছিল। ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে তাদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে বিসিবির ঘোষিত টাকা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দাবি করেছে, বিসিবির টাকার বিষয়টি তারা জানে না! অন্যদিকে, বিসিবি বলছে অক্টোবরেই চেক তৈরি ছিল। কিন্তু বাফুফের কেউই তাদের সঙ্গে যোগাযোগ করেননি।