গতকাল দ্রুতই ৪ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল আয়ারল্যান্ড। তবে আজ প্রথম সেশনে দুর্দান্ত ব্যাটিংয়ের পর লাঞ্চ বিরতি থেকে ফিরেও বাংলাদেশি বোলারদের বেশ ভোগাচ্ছে আইরিশ ব্যাটাররা। মূলত টাকারের ব্যাটেই দ্বিতীয় ইনিংসে এখন লিড নিয়েছে সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭৭ রান। টাকার উইকেটে আছেন ৭৬ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার ম্যাকব্রাইনের সংগ্রহ ১৮ রান। ৪ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ২২ রানে এগিয়ে আছে আইরিশরা।
এর আগে তৃতীয় দিনের শুরুটা দারুণ করেছিল আয়ারল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ট্যাক্টর এবং মুর দেখে-শুনে ভালোই খেলছিলেন। ঠাণ্ডা মাথায় খেলে শুরুর প্রায় এক ঘন্টা উইকেটে কাটিয়ে দিয়েছিলেন তারা। এই দুইজনের ব্যাটে কিছুটা হলেও প্রতিরোধ গড়েছিল সফরকারীরা।
তবে ১৬ রানে থামতে হয়েছে মুরকে। আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারেই এই ব্যাটারকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। এই পেসারের করা ৩৩তম ওভারের প্রথম বলটি খানিকটা খাটো লেন্থে ছিল। সেখানে পুল করতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েছেন মুর। এরফলে ৫১ রানের মধ্যেই টপ অর্ডারের চার ব্যাটাতর সাজঘরে ফেরেন।