কাকে ‘স্যার’ বলা যাবে অথবা আদৌ কাউকে স্যার সম্বোধন করা সমীচীন কি না—বিতর্কে এক সপ্তাহ ধরে ঘোলা হয়েছে অনেক জল। লেখক-বুদ্ধিজীবী, শিক্ষক-আমলা থেকে শুরু করে আমজনতা—অনেকেই জড়িয়েছেন বিতর্কে, যুক্তি-তর্কে তুলে ধরেছেন নিজস্ব মতামত। স্যার বলা না-বলাবিষয়ক বিতর্ক যেন থামছেই না।
ঘটনার সূত্রপাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক রংপুরের ডিসি চিত্রলেখা নাজনীনকে ‘স্যার’ না বলে আপা বলেছিলেন।