একটা সময় ছিল বাংলাদেশে নারী শিক্ষার্থীদের মধ্যে যারা আইন পড়তে আসতো তাদের প্রতি দশজনের মধ্যে অন্তত সাতজনই বলতো যে তাদের আইন পড়ার জন্যে অনুপ্রেরণা জুগিয়েছে ‘উত্তর ফাল্গুনী (১৯৬৩)’ নামে কলকাতার একটা সিনেমায় সুচিত্রা সেনের অভিনীত সুপর্ণা চরিত্রটি।
শুধু উত্তর ফাল্গুনীতে ব্যারিস্টার সুপর্ণার চরিত্রেই নয়—যুগ যুগ ধরে মানুষের মনে জাগ্রত হয়ে থাকবে এরকম আরও বেশকিছু চরিত্র। সুচিত্রা সেনের সেইসব চরিত্র অবিস্মরণীয় হওয়ার পেছনে সিনেমার কাহিনি ও নির্মাণ অনেকখানি কৃতিত্ব দাবি করলেও মূল কৃতিত্ব অভিনয়শিল্পীরই।