এবারের ঈদযাত্রায় আন্তনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী শুক্রবার থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। রেলওয়ে বলছে, ঈদের টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার দুর্ভোগ কমাতে এবং কালোবাজারি বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলের এ সিদ্ধান্তে রাষ্ট্রীয় এই গণপরিবহন দেশের শিক্ষিত ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষের বাহনে পরিণত হয়েছে কি না, সেই প্রশ্নও উঠেছে। কারণ, দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। কিন্তু এবার ঈদে ১৩ থেকে ১৪ লাখ মানুষ ট্রেনের টিকিট কাটতে পারবেন, যাঁরা রেলের নিবন্ধিত গ্রাহক। অন্যদিকে যাঁদের ই–মেইল আইডি নেই, রেলের অ্যাপ ও অনলাইনে নিবন্ধন করেননি অথবা করতে পারেননি, তাঁরা টিকিট কাটার সুযোগ পাবেন না।
সব মিলিয়ে অপেক্ষাকৃত কম আয়ের কিংবা গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য রেলের টিকিট কাটা কঠিন হয়ে গেল।