তৃতীয় মেয়াদে ফের উয়েফার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন আলেক্সান্দার সেফেরিন। বুধবার লিসবনে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বৈঠক শেষে তাকে নির্বাচিত করা হয়।
ফরাসি গ্রেট মিচেল প্লাতিনির পতনের পর ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট হন ৫৫ বছর বয়সী স্লোভেনিয়ান আইনজীবী। ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন সেফেরিন।