এক দশক আগে নাটোরের সিংড়া উপজেলায় এক কলেজ ছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয় জনকে মৃত্যুদণ্ড ও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) আনিসুর রহমান।
মৃত্যদণ্ডপ্রাপ্তরা হলেন- সাব্বির আহমেদ, রেজাউনুল ওরফে রাব্বী, নাজমুল হক, রাজিবুল হাসান, রিপন ও শহিদুল ইসলাম।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতরা হলেন, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ওরফে আতাউর এবং রেজাউল করিম।