কোচের দায়িত্ব থেকে গ্রাহাম পটারকে বরখাস্ত করার পর প্রথমবার মাঠে নামে চেলসি। মৌসুমে বাজে সময় পার করা লিভারপুলের কোচ ইয়ূর্গেন ক্লপেরও একই পরিণতির শঙ্কা আছে। এমন পরিস্থিতিতেই ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় দুদল। মাঠের পারফরম্যান্সে দুই জায়ান্ট করেছে হতাশ।
গোলশূন্য ড্রয়ে শেষ হয় খেলা। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে হওয়া ম্যাচ শেষে ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলা চেলসি ৩৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে। পটারের পরিবর্তে ব্লুদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া ব্রুনো সল্টোরের অধীনে ফুটবলাররা গোলের বেশ কয়েকটি স্পষ্ট সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।