চীনে উৎসবের কমতি নেই। জাতীয় উৎসব যেমন আছে অনেক, তেমনি ৫৫টি সংখ্যালঘু জাতির নিজস্ব উৎসবও আছে এন্তার। তবে, জাতীয়ভাবে চীনে বছরে মূলত চারটি উৎসব পালিত হয়: বসন্ত উৎসব, ড্রাগন নৌকা উৎসব, মধ্য-শরত উৎসব, এবং ছিংমিং চিয়ে বা সমাধি পরিচ্ছন্নকরণ উৎসব।
এর মধ্যে ছিংমিং-কে ঠিক ‘চিয়ে’ বা উৎসব বলতে নারাজ অনেক চীনা। কেন নারাজ, সেটা এর বাংলা নাম দেখেই পাঠক আন্দাজ করতে পারেন। স্বজনদের কবর পরিষ্কার-পরিচ্ছন্ন করার দিনটাকে ঠিক আনন্দের বলা মুশকিল। কিন্তু, আধুনিক যুগে এসে এই ‘দুঃখের’ দিনেও, চীনারা আনন্দ খুঁজে পেতে শিখেছে। তাই আজকাল একে উৎসব হিসেবেই গণ্য করা হয়।