চীনের পঞ্চম সৌরপদ ও সমাধি পরিচ্ছন্নকরণ উৎসব

জাগো নিউজ ২৪ আলিমুল হক প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ১০:১২

চীনে উৎসবের কমতি নেই। জাতীয় উৎসব যেমন আছে অনেক, তেমনি ৫৫টি সংখ্যালঘু জাতির নিজস্ব উৎসবও আছে এন্তার। তবে, জাতীয়ভাবে চীনে বছরে মূলত চারটি উৎসব পালিত হয়: বসন্ত উৎসব, ড্রাগন নৌকা উৎসব, মধ্য-শরত উৎসব, এবং ছিংমিং চিয়ে বা সমাধি পরিচ্ছন্নকরণ উৎসব।


এর মধ্যে ছিংমিং-কে ঠিক ‘চিয়ে’ বা উৎসব বলতে নারাজ অনেক চীনা। কেন নারাজ, সেটা এর বাংলা নাম দেখেই পাঠক আন্দাজ করতে পারেন। স্বজনদের কবর পরিষ্কার-পরিচ্ছন্ন করার দিনটাকে ঠিক আনন্দের বলা মুশকিল। কিন্তু, আধুনিক যুগে এসে এই ‘দুঃখের’ দিনেও, চীনারা আনন্দ খুঁজে পেতে শিখেছে। তাই আজকাল একে উৎসব হিসেবেই গণ্য করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us